একসঙ্গে করোনাভাইরাস ও মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা। এই প্রথম এ ধরনের ঘটনা প্রকাশ্যে এল।
করোনাভাইরাসের কামড় এখনও জারি রয়েছে। এর মধ্যেই থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। জোড়া ভাইরাসের দাপাদাপিতে উদ্বেগের আবহ বিশ্বের নানা প্রান্তে। এই প্রেক্ষাপটে এ বার এক সঙ্গে কোভিড ও মাঙ্কিপক্সে সংক্রমিত হলেন এক ব্যক্তি। এই প্রথম এ ধরনের ঘটনা প্রকাশ্যে এল।
উল্লেখ্য, করোনা অতিমারি পরিস্থিতি সামান্য থিতু হলেও এখনও বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসের উপপ্রজাতির সংক্রমণ ঘটছে। তার ফলে আক্রান্ত ব্যক্তির সংখ্যা কোথাও কোথাও আবারও বাড়ছে। যদিও প্রতিষেধক প্রয়োগের ফলে মৃত্যুর হার অনেকটাই কমেছে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।
অন্য দিকে, মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।