‘ওয়ালটন ১১তম জাতীয় সার্ভিসেস (পুরুষ ও মহিলা) কুস্তিপ্রতিযোগিতা-২০২২’-এর আজ রোববার উদ্বোধন হয়েছে এবংআনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকালে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবেউপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানওয়ালটন গ্রæপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশঅ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমানপালোয়ান। এ সময় ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিতছিলেন।পুরুষ ও মহিলা উভয় বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরুষদের বিভিন্ন ওজন শ্রেণির তৃতীয় রাউন্ড ও মেয়েদেরফাইনাল রাউন্ডের খেলা চলছে।প্রতিযোগিতায় মোট ৪টি সার্ভিসেস দল অংশ নিয়েছে। দলগুলোহলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আগামীকাল সোমবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন ও রানার্স আপ (পুরুষ ও মহিলা উভয়) দল ট্রফি পাবে। এছাড়া প্রতিযোগিতার প্রতিটি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয়ীদের ওয়ালটন গ্রæপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হবে।