যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, শিল্পায়ন ও নগরায়নের ফলে গাছপালা দ্রুত কমে যাচ্ছে। যার ফলে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে। এজন্য প্রকৃতি বৈরী আচরণ করছে। জীবন ধারণের জন্য বৃক্ষ যেমন অক্সিজেন দেয় পাশাপাশি বৃক্ষ ফুল-ফল দেয়, ছায়া দেয়, কাঠ দেয় সর্বোপরি বৃক্ষ প্রকৃতিকে সুশোভিত করে। আমরা যদি একটি গাছ কাটি তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপন করবো এ প্রতিজ্ঞা আমাদের থাকতে হবে।

প্রতিমন্ত্রী শনিবার বিকেলে গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে সাতদিন ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২২ উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ বছরের জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বৃক্ষপ্রাণে-প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’। ঢাকা বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। অনুষ্ঠানে গাজীপুর কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বন বিভাগের কর্মকর্তা ফজল তরফদার, মীর মোঃ বজলুর রহমান, নার্সারী মালিক রমজান আলী প্রমুখ বক্তব্য রাখেন। মেলায় সরকারি বেসরকারি মিলিয়ে ৪৫টি নার্সারীর স্টল রয়েছে।