বিসিবি টি-২০ দলের আসন্ন জিম্বাবুয়ে সফর আর টি-২০ বিশ্বকাপের আগে দলের অধিনায়ক পরিবর্তন আর নতুনদের সুযোগ দিতে অনেক নাটকীয়তা চিত্রায়িত করেছে। অবশেষে সব জল্পনা-কল্পনার শেষ করে বিসিবি বাংলাদেশ জাতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক হলেন নুরুল হাসান সোহান। এরপরই আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে দীর্ঘ বৈঠক শেষে ১৫ সদস্যের টি-২০ ও ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দলে নেই আগেই ছুটি নেয়া সাকিবকে ও বিশ্রামের জন্য টি-২০তে মুশফিক ও মাহমুদউল্লাহকে রাখা হয়নি। টি-২০তে এবারই প্রথম দেশ পেল পঞ্চপাণ্ডবহীন এক দল।
মাহমুদউল্লাহ রিয়াদের বাজে ফর্মে থাকায় তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনা হচ্ছিল অনেক দিন ধরেই। সামনে টি-২০বিশ্বকাপ। রিয়াদের নেতৃত্বে খেলতে গেলে দল কতটুকু ভালো করতে পারবে, সেই প্রশ্নটা উঠছিল বারবার।
এর সঙ্গে মুশফিকুর রহিমের টি-২০তে পারফরম্যান্স নিয়েও রয়েছে নানা সমালোচনা। বিশেষ করে গত বিশ্বকাপে অদূরদর্শী শট খেলে বারবার দলকে বিপদে ফেলা, টি-২০তে বিশের নিচে গড় কিংবা ১১৫ স্ট্রাইকরেট; কোনোকিছুই মুশফিকের পক্ষে নেই।
বাংলাদেশ টি-২০ দল:
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।
বাংলাদেশ ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।