৫ দফা দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। মঙ্গলবার(১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে উল্লেখিত ৫ টি দাবি হলো-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিত অংশের মূল গেইটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি স্থাপন, অতি দ্রুত সময়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নিম্নমানের খাবার পরিহার করে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে ভর্তুকি প্রদান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিত অংশে আগামী ৭ দিনের মধ্যে ওয়াই-ফাই সংযোগ সংস্থাপন করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিত অংশে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অতিদ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুরাতন অংশে বিদ্যমান নিম্নমানের রাউটার এবং নিম্নগতির ইন্টারনেট সংযোগ পরিহার পূর্বক উচ্চমানের রাউটার এবং উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রতিস্থাপন করা।

স্মারকলিপি ও মানববন্ধনের ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রধ্যাক্ষ ড.মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের দাবী দাওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের কাছে বলছে।আমিও চাই শিক্ষার্থীদের সুযোগ সুবিধা যেন বৃদ্ধি পায়। হল প্রভোস্ট হিসাবে আমিও চাই হলে শিক্ষার্থীরা যেন শান্তিতে থাকে।

কুবি প্রতিনিধি