২০২২ সালের সেপ্টেম্বরে চীনের হুয়াংঝুতে হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। পরাশক্তি চীনে করোনার হানা বেড়ে যাওয়ায় গেমস স্থগিত করে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। মঙ্গলবার তারা স্থগিত এই আসরের নতুন সূচি ঘোষণা করলো।

পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান অ্যাথলেটদের মহাযজ্ঞ। চীনা অলিম্পিক কমিটি ও হুয়াংঝু এশিয়ান গেমস আয়োজক কমিটির সঙ্গে আলাপ করে নতুন দিনক্ষণ ঠিক করলো ওসিএ গঠিত ‘টাস্কফোর্স’।

মাল্টি-স্পোর্টস গেমের ১৯তম আসরটির জন্য সবগুলো ভেন্যু প্রস্তুত করা হয়েছিল। করোনা পরীক্ষারও ব্যবস্থা করা হয়। ৪৪টি দেশ ও অঞ্চলের ১১ হাজারেরও বেশি অ্যাথলেটদের অংশগ্রহণের কথা ছিল এতে। কিন্তু আচমকা করোনার প্রকোপ বাড়তে থাকায় গত মে মাসে এক বিবৃতি দিয়ে এশিয়ান গেমস স্থগিত করা হয়।

এশিয়ান গেমস হবে অলিম্পিক গেমসের প্রায় ৮ মাস আগে। ২০২৪ সালের জুলাইয়ে প্যারিসে হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর পরের আসর।