ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির গোয়েন্দা প্রধান ও প্রধান কৌসুলিকে বরখাস্ত করেছেন। তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে।

জেলেনস্কির দাবি, সংস্থা দুটির ৬০ জনের বেশি কর্মকর্তা রাশিয়ার দখলকৃত এলাকায় রুশদের পক্ষে কাজ করছে।

সবমিলিয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিপক্ষে রাশিয়ার সাথে সংযোগ ও বিশ্বাসঘাতকতার ৬৫১ টি অভিযোগ পাওয়া গেছে বলেও জানিয়েছেন জেলেনস্কি।

তবে এ বিষয়ে বরখাস্ত হওয়া গোয়েন্দা প্রধান ও প্রধান কৌঁসুলি এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘জাতীয় নিরাপত্তার সাথে জড়িত বড় দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডের দায় অবশ্যই সংস্থা দুইটির প্রধানের ওপরই বর্তায়। ’

সূত্র: বিবিসি