মানসিক ভাবে বেশ চাঙ্গা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেষ্ট আর টি-২০ সিরিজে হারের পর একই ভাবে পাল্টা জবাব দিয়েছে ওয়েষ্ট ইন্ডিজকে। ১ ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে ওডিআই সিরিজ পকেটে জমা করেছে তামিমের দল। বাংলাদেশ সময়ে সাড়ে ৭টায় তামিমদের হোয়াইটওয়াশের মিশন।

৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ১৭৬ বল না খেলেই ৯ উইকেটে জয় তুলে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০০৯ সালের প্রথম বার হোয়াইটওয়াশ হয় ওয়েষ্ট ইন্ডিজ নিজ ঘরের মাঠে। ২০১৮ সালে হোয়াইটওয়াশ এড়াতে পারলেও ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। ২০২২ সালে যদি হোয়াইটওয়াশ করা সম্ভব হয় তাহলে সেটা হবে দ্বিতীয় ঘটনা। আর তিন বার তো সিরিজ তাদের মাঠে জেতার ইতিহাস গড়া হয়ে গেছে গত বুধবারই।