একটা সময় ছিল বিশ্ব ক্রিকেটে আইসিসির তালিকায় জিম্বাবুয়ের নামটা ছিল মাঝামাঝি অবস্থানে। ভারত, পাকিস্তানকে কাঁপিয়ে দেয়াটা জিম্বাবুয়ের জন্য স্বাভাবিক বিষয় ছিল। সেই জিম্বাবুয়ে আজ বাছাই পর্ব খেলে টি-২০ বিশ্বকাপের টিকেট কেটেছে।
একটা সময় ছিল জিম্বাবুয়ে টেষ্ট ক্রিকেটেও নামকামিয়ে ছিল। সেই দাপুটে জিম্বাবুয়ের এমন পরিণতি হবে কে-ই বা ভেবেছিল। কোন ক্রমে বিশ্ব ক্রিকেটে টিকে থাকা জিম্বাবুয়ে দীর্ঘ ৬ বছর পর অবশেষে পেয়েছে সুখবর। বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে জিম্বাবুয়ে। ভারত ও সংযুক্ত আরব আমিরাতে দেখা না গেলেও এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে খেলবে তারা।
টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে শুক্রবার (১৫ জুলাই) পাপুয়া নিউগিনিকে ২৭ রানের ব্যবধানে হারিয়ে অষ্টম টি-২০ বিশ্বকাপ আসরে টিকিট হাতে পেয়েছে জিম্বাবুয়ে। তবে সরাসরি বিশ্বকাপ খেলবে এমনটা বলা যায় না। কারণ তাদের সামনে এখনো কঠিন চ্যালেঞ্জ বাকি।
মূলপর্বে খেলতে হলে জিম্বাবুয়েকে টপকাতে হবে প্রথম রাউন্ডের বাধা। দুই গ্রুপে ভাগ হয়ে এ পর্বে লড়াই করবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া, আরব আমিরাত, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ড ও জিম্বাবুয়ে। এখান থেকে দুটি করে মোট চারটি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।
গত ফেব্রুয়ারিতে গ্লোবাল কোয়ালিফায়ার এ থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে
আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। এবার গ্লোবাল কোয়ালিফায়ার বি এর মঞ্চ থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।
আয়োজক হিসেবে এ বছর সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। অন্যদিকে সেরা আটে থেকে গত বিশ্বকাপ শেষ করায় সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।