ইসরায়েলি যুদ্ধবিমানগুলি শনিবার ভোরে গাজা উপত্যকায় একটি অস্ত্র উৎপাদন কেন্দ্রে আঘাত হানে, সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল ও অধিকৃত পশ্চিম তীর পরিদর্শনের কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “কিছুক্ষণ আগে, হামাস সন্ত্রাসী সংগঠনের অন্তর্গত গাজা উপত্যকার একটি সামরিক স্থানে আইডিএফ যুদ্ধবিমান আঘাত হানে। সামরিক সাইটটি একটি ভূগর্ভস্থ কমপ্লেক্স নিয়ে গঠিত যেখানে রকেট তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল রয়েছে।”
“এই সাইটে হামলা হামাসের শক্তি-নির্মাণ ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করবে এবং দুর্বল করবে।” ইসরায়েল বলেছেণ “ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা থেকে আক্রমণের” প্রতিক্রিয়া জানাচ্ছে।
রাতে ইসরায়েলি ভূখণ্ডের দিকে দুটি পৃথক রকেট হামলার ঘটনা ঘটে, সামরিক বাহিনী বলেছে। রাতের বেলা আশকেলন শহরে এবং ইসরায়েলের দক্ষিণে অন্য কোথাও রকেটের আগুনের বিষয়ে বাসিন্দাদের সতর্ককারী সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে, একটি রকেট আটকে দেওয়া হয়েছিল এবং বাকি তিনটি খালি জমিতে পড়েছিল।