ভারতীয় ক্রিকেটের পোষ্টার বয় খ্যাত বিরাট কোহলি ২০২২ সালে এসে ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময় কাটাচ্ছেন । বিশ্ব ক্রিকেট আর ভারতঅয় ক্রিকেটের অকেই কোহেলীর পাশে দাঁড়াচ্ছেন। ক্তিু সমালোনাকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। থারতীয় ক্রিকেটের সঙ্গে এবার সমালোচনাকারী হিসেবে যোগ দিয়েছেন পাক সাবেক স্পিনার কানেরিয়া।
ডানহাতি ব্যাটসম্যান কেন এখনও ভারতীয় জাতীয় দলে? পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া বুঝতেই পারছেন না? তরুণ ও ভবিতব্য ভারতীয় তারকারা খুব ভালো করলেও তাদেরকে জায়গা করে না দিয়ে কোহলিকে কী কারণে রেখে দিচ্ছে ভারতীয় ক্রিকেট কর্তারা?
পাক সাবেক এই স্পিনার প্রশ্ন তোলার পর ঝড়ে উঠেছে বিশ্ব ক্রিকেটে। কানেরিয়া প্রশ্ন তুলেছেন, ভারতীয় দল থেকে রবিচন্দ্রন অশ্বিনের মতো বিশ্বমানের একজন স্পিনার যদি বাদ পড়েন, কেন কোহলিকে বাদ দেওয়া যাবে না? টপ অর্ডার ব্যাটসম্যান দীপক হুদার প্রশংসা করে কানেরিয়া বললেন, খেলোয়াড়দের ক্যারিয়ার নিয়ে মোটেও লুডো খেলা উচিত নয় নির্বাচক কমিটির।
পাকিস্তানের সাবেক এই স্পিনার বলেছেন, ‘যখন বিশ্বমানের অফস্পিনার অশ্বিন বাদ পড়তে পারে তখন বিরাট নয় কেন। দীপক হুদা কোথায় কেন নির্বাচক কমিটি ও ম্যানেজমেন্ট ভারতীয় প্রতিভাবান ক্রিকেটারদের ক্যারিয়ার নিয়ে খেলছে। ভারতীয় দলের ভক্ত ও ভারতীয়দের নিয়ে লুডো খেলা ব্যক্তি কে। আর্শদীপ, দীপক হুদা, সূর্যকে পূর্ণ আত্মবিশ্বাস দেওয়া উচিত, তারা ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড।’