কয়েক দিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস করছে মৌলভীবাজারের মানুষ। ভাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। একই সঙ্গে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। এতে ভোগছে মূলত বৃদ্ধ ও শিশুরা। মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, বর্তমানে গরমের তীব্রতা অনেক বেশি। এ সময় হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। হিটস্ট্রোকের রোগীকে দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা করাতে হবে। এ ছাড়া ডিহাইড্রেশন (মাত্রাতিরিক্ত ঘামে পানিশূন্যতা), পেটের পীড়া, বিশেষ করে ডায়রিয়া ও ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ ধরনের রোগ-ব্যাধি থেকে বাঁচতে হলে তীব্র রোদে চলাফেরা এড়াতে হবে।