ওয়েষ্ট ইন্ডিজের মাটিতে তৃতীয় বারের মতো ওডিআই সিরিজ জয়ের দ্বারপ্রান্তে অতিথি দল বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজের ১ম টিতে ৬ উইকেটে উড়িয়ে দেবার পর আজ দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বল হাতে তুলে নেয় বাংলাদেশ। কেন আগে বল করা? সেটা স্বাগতিক দল টের পেল ব্যাট হাতে ক্রিজে নেমে। টাইগার স্পিনে নাকাল হল ওয়েষ্ট ইন্ডিজ।

৫০ ওভারের ম্যাচে৩৫ ওভারের বেশি টাইগার বোলিং  তোপে টেকেনি স্বাগতিকরা। ৩৫ ওভারে অলআউট ১০৮ রানে! সিরিজ জেতার মিশনে টাইগারদের ১০৯ রান স্কোর বোর্ডে জমা করতে হবে।

মুলত স্বগতিক দলের টপ অর্ডারে ধ্বস নামিয়েছেন স্পিনার নাসুম আর মিরাজ। দুই স্পিনারই উইকেট শিকারের নেশায় মেতে ছিলেন। নাসুম ১০ ওভারে ৪ মেডেন দিয়ে ১৯ রানে ৩টি করে উইকেট পকেটে জমা করলে। আর মিরাজ তার চেয়েও এক ধাপ উপরে। ৮ ওভারে ১ মেডেন দিলেও ২৯ রানে নিলেন ৪ উইকেট।  ওয়েষ্ট ইন্ডিজ বাংলাদেশের বোলিং তোপে এতোটাই মাথা নিচু করে ব্যাট করতে বাধ্য হয় যে ১০ ওভারে স্কোর ছিল ২৬/১ আর ১৫ ওভার শেষে ৪১/২।

শুরুর দিকে কাটার মাষ্টার মুস্তাফিজ আক্রমনে এসে সুবিধা আদায় করতে ব্যর্থ হন। কিন্তু স্পিসার মিরাজ আর সৈকত জুটি মিলে নাভিশ্বাস তুলে ওয়েষ্ট ইন্ডিজের। ২৫ ওভার শেষ হবার পরই দলীয় ৫০ রানের কোটা স্পর্শ করে স্বাগতিক দল। দলীয় ৮৬ রানেই ৮ম আর ৯ম উইকটেরে পতন ঘটে।

কিন্তু শেষ জুটির টেনে টুনে দাঁত কামড়ে ক্রিজে পড়ে থাকার মানসিকতায় ওয়েষ্ট ইন্ডিজ শেষ পর্যন্ত দলীয় শত রানের কোটা পেরিয়ে যায়।  ৩৫ ওভারে অলআউট ১০৮ রানে!