শ্রীলংকার সংসদের স্পিকার মাহিন্দা আপে আবেওয়ারদেনে পুনরায় নিশ্চয়তা দিয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার সঙ্গে যোগাযোগ করছেন।

তিনি জানিয়েছেন, বুধবার দিন শেষ হওয়ার আগেই গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র পেশ করা হবে।

তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমি সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছি, ২০ জুলাই আমরা নতুন প্রেসিডেন্ট নির্বাচনের যে সংসদীয় কার্যক্রম ঘোষণা করেছি সেটির ওপর আপনারা আস্থা রাখুন।

এদিকে বুধবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের জন্য স্থানীয় দুপুর ১টা পর্যন্ত সময় বেঁধে দেন। কিন্তু তাদের দেওয়া সময়সীমা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে কেউ পদত্যাগপত্র জমা দেননি।

স্পিকার আরও জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বসবে। ১৯ জুলাই পর্যন্ত প্রেসিডেন্ট পদপ্রার্থীরা তাদের নমিনেশন জমা দিতে পারবেন।

এদিকে গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর তার জায়গায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নাম ঘোষণা করা হয়। কিন্তু এ বিষয়টিও মেনে নেননি সাধারণ বিক্ষোভকারীরা। তাদের দাবি, বিক্রমাসিংহকেও সরে দাঁড়াতে হবে।

সূত্র: আল জাজিরা