প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের মালদ্বীপ পালিয়ে যাওয়ার খবরে হতাশ দেশটির আন্দোলনকারীরা। কলম্বোতে যেখানে সবথেকে বড় বিক্ষোভ চলছে সেখানে এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা গেছে। আন্দোলনকারীদের একজন জিপি নিমাল বিবিসিকে বলেন, গোটাবাইয়া পালিয়েছে তা আমরা মেনে নিতে পারছি না। আমরা আমাদের অর্থ ফেরত চাই। এরপর আমরা সকল রাজাপাকসেকে কারাগারে দেখতে চাই। তিনি আরও বলেন, আমরা ন্যায়বিচার পেলাম না।
আন্দোলনে থাকা আরেকজন জানান, তিনি সম্প্রতি মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় ফিরে এসেছেন। গোটাবাইয়া মালদ্বীপ পালিয়েছেন শুনে তিনি হতাশা প্রকাশ করেন। বলেন, এটি আসলেই বিব্রতকর। এটি ভাল কিছু নয়। কারণ মালদ্বীপ নিজেও দুর্নীতিগ্রস্থ একটি দেশ।তারাও একই দিকেই যাচ্ছে।
যদিও শেষ পর্যন্ত গোটাবাইয়ার অধ্যায় শেষ হচ্ছে ভেবে অনেক আন্দোলনকারী আনন্দও প্রকাশ করেছেন। দুই জমজ বোন রেশিনি ও রেশানি তাদের অন্যতম। ২৩ বছর বয়সী এই দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাদের মায়ের সঙ্গে গোটাবাইয়ার পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছিলেন। রেশিনি বিবিসিকে বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট গোটাবাইয়া একজন সন্ত্রাসী। তিনি দীর্ঘ দিন ধরেই দেশের সঙ্গে এটি করেছেন। আমি খুশি যে তিনি দেশ ত্যাগ করেছেন। তবে দেশের যে হাল তিনি রেখে গেছেন তা নিয়ে হতাশ।
এই দুই বোন জানান, তারা এখন শ্রীলঙ্কার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এটিকে তারা দেশের জন্য নতুন অধ্যায় হিসেবে দেখতে চান। রেশানি বলেন, আমরা আশা করি, ভবিষ্যতে আমরা অর্থনৈতিক এবং সামাজিকভাবে আরও উন্নত দেশ হয়ে উঠবো।