রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা গত তিন সপ্তাহে ইউক্রেনে যুদ্ধ করতে আসা বিপুল পরিমাণ ভাড়াটে সেনাকে হত্যা করেছে। যার মধ্যে রয়েছেন ২৩ জন ব্রিটিশ।
মঙ্গলবার নিজেদের নিয়মিত ব্রিফিংয়ে এমন দাবি করে রুশ মন্ত্রণালয়। তবে তারা তাদের দাবির কোনো প্রমাণ উত্থাপন করেনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন দাবি করেছিল তাদের হয়ে ২০ হাজার ভাড়াটে সেনা যুদ্ধ করতে এসেছে। আসলে এ দাবিটি সত্যি নয়।
রাশিয়ার দাবি, ইউক্রেনে ভাড়াটে সেনার সংখ্যা ২ হাজার ৭০০ জন।
এদিকে বিপুল পরিমাণ ভাড়াটে সেনাকে হত্যার বিষয়ে রাশিয়া বলেছে, ১৬৬ জন পোলিশ (পোল্যান্ড) ভাড়াটে সেনাকে মিশিয়ে দেওয়া হয়েছে। জর্জিয়া থেকে আসা ভাড়াটে সেনাদের ৫০ জনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যুক্তরাজ্য হারিয়েছে আরও ২৩ জনকে। এছাড়া গত তিন সপ্তাহে রোমানিয়ার ২১ জন ও কানাডার ১৫ জন ভাড়াটিয়াকে সেনাকে হত্যা করা হয়েছে।
তাছাড়া গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩০তম মার্চেন্ডাইজ ব্রিগেডের ১৮০ জন সেনাকে হত্যা ও সাতটি ড্রোন ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়া।
সূত্র: দ্য গার্ডিয়ান