বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ এখন সিরিজ জেতার দরজায় কড়া নাড়ছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানায় আবারো মাঠে নামবে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে।

অধিনায়ক তামিম ইকবালের অধীনে বাংলাদেশ ৬ ওডিআই সিরিজে ৫টিতে জিতেছে। আর ২০০৯ আর ২০১৮ সালের পর এটা হবে ওয়েষ্ট ইন্ডিজের মাটিতে তৃতীয় ওডিআই সিরিজ জেতা। পারবে তো বাংলাদেশ? কারণ স্বাগতিক দলের কোচ বাংলাদেশকে আটকাতে সব রকমের প্রস্তুতি নিতে চেষ্টা করেছেন।

দ্বিতীয় ওডিআই ম্যাচের আগে বাংলাদেশের স্পিন তারকা মেহেদী হাসান মিরাজকে আটকানোর সব রকমের পরিকল্পনা এঁটেছেন স্বাগতিক দলের কোচ। গায়ানায় সেন্টালে উইকেটে স্পিনের বিরুদ্ধে খেলার টানা প্রস্তুতি সারতে দেখা গেছে ওয়েষ্ট ইন্ডিজের টপ অর্ডারকে। বিশেষ করে টপ অর্ডারে থাকা মায়ার্স টেষ্ট ও টি-২০ দুই জায়গাতেই টাইগার স্পিনার মিরাজের বলে আউট হয়েছেন। মিরাজের স্পিন জাদু আটকানো উপায় খুঁজতেছে স্বাগতিকরা।

কতটা কঠিন হতে পারে দ্বিতীয় ওডিআই ম্যাচ? জনাতে চাওয়া হয় অধিনায়ক তামিম ইকবালের কাছে, জবাবে তামিম মিডিয়াকে বলেন, দেখুন আমরা ওডিআই ফরমেটে ভাল দল। বাংলাদেশ ওডিআই ফরমেটে কমফটেবল। তাছাড়া আমাদের ৩-৪ জন ক্রিকেটার আছেন যারা ওডিআই-তে অনেক বেশি অভিজ্ঞ।