বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে, অলিম্পিক সলিডারিটির অর্থায়নে, ওয়ার্ল্ড আরচ্যারী ফেডারেশনের সহায়তায় এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ সকাল সাড়ে ৮টায় টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ৭দিন ব্যাপি “অলিম্পিক সলিডারিটি আরচ্যারী কোচেস কোর্স ২০২২, লেভেল-৩” শুরু হয়।

দুপুর ১২টায় কোর্সটি উদ্বোধন করেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি মো: মাহফুজুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের নির্বাহী সদস্য এবং কোচেস ও জাজেস উন্নয়ন সাব-কমিটির আহŸায়ক মিসেস শামীমা সাত্তার মিমু, কোর্সের কোর্স কন্ডাক্টর, আরচ্যারী ইন্টারন্যাশনাল কনসালটেন্ট, ওয়ার্ল্ড আরচ্যারী ফেডারেশনের প্রাক্তন ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন ডাইরেক্টর মি: পাসকেল কলমেয়ার, সহকারী কোর্স কন্ডাক্টর, বিকেএসপি আরচ্যারী বিভাগের বিভাগীয় প্রধান ও প্রশিক্ষক মো: নূরে আলম, কোর্স সমন্বয়কারী মো: রফিক।
আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ ফায়সাল আহসান উল্লাহ, সহকারী সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: আনিসুর রহমান, নির্বাহী সদস্য মো: হুমায়ুন কবির রুবেল, রফিকুল ইসলাম টিপু এবং ক্রীড়া সংগঠক মো: এজাজ হোসেন।

কোর্সটি আগামী ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
১২ জুলাই হতে শুরু হওয়া ‘অলিম্পিক সলিডারিটি আরচ্যারী কোচেস কোর্স ২০২২, লেভেল-৩’ এ অংশগ্রহণকারী ১৬ জন প্রশিক্ষকের নাম গুলো হলো-
(১) মো: বাবুল মিয়া, (২) মোহাাম্মদ হাসান, (৩) অমি চাকমা, (৪) সাইফ দোহা, (৫) শেখ মো: শরীফুল ইসলাম, (৬) মো: হযরত আলী,
(৭) রিনা চাকমা, (৮) লতিকা চাকমা, (০৯) মো: আশরাফুল ইসলাম, (১০) বিপু রায়, (১১) মাহমুদুল হাসান রিয়াজ, (১২) মো: রাসেল,
(১৩) আবু সাঈদ ভূইয়া, (১৪) মুর্শিদা আক্তার কল্পনা, (১৫) মো: গোলাম সারওয়ার, (১৬) মো: আবুল বাশার।