কয়েকদিন আগে রাশিয়ার ছিটমহল কিলিনিনগ্রাদে বেশ কিছু পণ্য পরিবহন বন্ধ করে দেয় লিথুয়ানিয়া৷

লিথুয়ানিয়ার ওপর থাকা রেললাইনের মাধ্যমে ছিটমহলটিতে পণ্য পাঠাত রাশিয়া৷

মূলত ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতেই এ পদক্ষেপ নেয় লিথুয়ানিয়া৷

কিন্তু রাশিয়া এ নিয়ে পুরোপুরি দোষারোপ করে লিথুয়ানিয়াকে।

শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা হুশিয়ারি দিয়ে বলেন, যদি নিষেধাজ্ঞা তুলে না দেওয়া হয় তাহলে কঠিন ব্যবস্থা নেবে রাশিয়া।

তবে রাশিয়ার এসব হুমকি-ধামকিকে আমলে নেয়নি লিথুয়ানিয়া। উল্টো রাশিয়ার নতুর আরও কিছু পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা৷

সোমবার লিথুয়ানিয়ার কাস্টমসের একজন মুখপাত্র জানান, এখন থেকে পাথর, কাঠ, অ্যালকোহল এবং অ্যালকোহল সংশ্লিষ্ট ক্যামিকেল লিথুয়ানিয়ার রেলপথ দিয়ে কিলিনিনগ্রাদে যাবে না৷

রাশিয়ার হুমকির প্রায় পরপরই নিষেধাজ্ঞার পরিমাণ আরও বাড়িয়ে দিল লিথুয়ানিয়া।

সূত্র: আল জাজিরা