চীনা এক সংস্থা চীনের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে থেকে ইংরেজি ভাষায় অনুবাদক চাইছে। হাইনান জিয়ানডুন নামের ওই চীনা প্রযুক্তি কোম্পানি চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার অনুবাদক হিসাবে সক্রিয়ভাবে নিয়োগ করছে। পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে বেইজিংকে দায়ী করেছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা । ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) তাদের কার্যক্রম ব্যাহত করার প্রয়াসে অপরাধীদের অভিযুক্ত করার পরেও, চীনের গোয়েন্দা সংস্থার সাথে সন্দেহজনক লিঙ্কযুক্ত হ্যাকাররা এখনও নতুন নিয়োগের জন্য বিজ্ঞাপন দিচ্ছে। গোটা বিশ্বেই হ্যাকিংয়ের ক্ষেত্রে চীনের হ্যাকারদের কথা সর্বজনবিদিত। এর আগেও দেখা গিয়েছে, প্রলোভনের ফাঁদ পেতেই কাজ হাসিল করছে তারা। হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকেও কাজে লাগাতে দেখা গিয়েছে চীনা হ্যাকারদের। শোনা যাচ্ছে , বেইজিং চাকরিপ্রার্থীদের পশ্চিমাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করতে প্রলুব্ধ করছে এবং তাদের বিভিন্ন সরকারি সংস্থা থেকে সংগ্রহ করা গোপনীয় চুরি করা কাগজপত্র অনুবাদ করতে প্ররোচিত করছে। হংকং পোস্ট জানিয়েছে, চিনের হাইনান, সিচুয়ান, জায়ানের কলেজগুলির প্রায় ১৪০ জন পড়ুয়া এই চাকরির জন্য আবেদন করেছেন। তাঁরা সদ্য স্নাতক।

বিজ্ঞাপন
এই পরিস্থিতিতে তাঁদের কাজে লাগিয়ে সাইবার গুপ্তচরবৃত্তি করাতে চাইছে বেজিং।
গুপ্তচরবৃত্তির নিশানায় রয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটিও। ২০২১ সালে মার্কিন গোয়েন্দা সংস্থার এক রিপোর্টেও এমন সম্ভাবনার কথাই উঠে এসেছিল। যেখানে বলা হয়েছিল , চীনা ফার্ম Hainan Xiandun চীনা হ্যাকিং সংস্থা APT40 এর ফ্রন্ট হিসাবে কাজ করেছিল। APT40-কে আমেরিকা, কানাডা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য জুড়ে কলেজ, ব্যবসা এবং সরকারী সংস্থাগুলিতে অনুপ্রবেশের জন্য চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক কাজে লাগিয়েছিল বলে জানা গেছে। গত জুলাই মাসে, মার্কিন তদন্ত সংস্থা , ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হাইনান প্রদেশের তিনজন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাকে হাইনান জিয়ানদুনের কার্যক্রম বন্ধ করার জন্য অভিযুক্ত করেছে। এই রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তারা হলেন ডিং জিয়াওয়াং, চেং কিংমিন এবং ঝু ইউনমিন। গুপ্তচরবৃত্তির পেছনে চীনা সরকারের মদত আছে বলে জানিয়েছে এফবিআই। তাদের মতে , চীনা কৌশলের একটি অংশ হয়ে উঠেছে গুপ্তচরবৃত্তি, যেখানে স্নাতক ছাত্রদের এই পেশায় আনার জন্য প্রলুব্ধ করা হচ্ছে । শুধু তাই নয়, এমনকি চীনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলোও কাজের প্রকৃতি সম্পর্কে আর কোনো তথ্য না দিয়ে অনুবাদকদের জন্য চাকরির বিজ্ঞাপন পোস্ট করেছে। চীনা বিশ্ববিদ্যালয়গুলির এই পদক্ষেপ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে কারণ এই ছাত্রদের জন্য পশ্চিমা দেশগুলিতে বসবাস করা এবং কাজ করা আগামীদিনে চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।

সূত্র : এনডিটিভি

মন্তব্য