বাংলাদেশ এ ক্রিকেট দল ঈদের পর পরই দেশত্যাগ করবে। ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা বিসিবি সব নাজমুল হাজান পাপন আগেই ঘোষণা দিয়েছেন। আর আজ রাতে বিসিবি আনুষ্ঠানিক ভাবে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিডিউল ঘোষনা দিয়েছে।
বিসিবির মিডিয়া বিভাগের পাঠানো প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে ২টি চার দিনের প্রথম শ্রেনীর ম্যাচের সঙ্গে বাংলাদেশ এ দল ৩টি ৫০ ওভারের ম্যাচে অংশ নেবে। ৪-৭ আগষ্ট অনুষ্ঠিত হবে প্রথম চার দিনের ম্যাচ। ওয়েষ্ট ইন্ডিজের জ্যামাইকা ভেনু্তে সব ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ৪ দিনের ম্যাচটি মাঠে গড়াবে ১০-১৩ আগষ্ট। ৫০ ওভারের ম্যাচের সিরিজ মাঠে গড়াবে ৬ আগষ্ট, দ্বিতীয় ৫০ ওভারের ম্যাচ ১৮ ও শেষ ৫০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ আগষ্ট।