ডমিনিকাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধীরগতির ওভার-রেট বজায় রাখার জন্য বাংলাদেশকে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই নিষেধাজ্ঞা আরোপ করেন।
আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.২২ অনুসারে, যা ন্যূনতম ওভার-রেটের অপরাধের সাথে সম্পর্কিত, খেলোয়াড়দের তাদের প্রতি ওভারের জন্য নির্ধারিত সময়ে বল করতে ব্যর্থ হলে তাদের ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা করা হয়।
বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ অপরাধের জন্য দোষ স্বীকার করেছেন এবং আইসিসির শাস্তি মেনে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই বরে জানিয়েছে আইসিসি।
মাঠের আম্পায়ার লেসলি রেইফার জুনিয়র এবং নাইজেল ডুগুইড, তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট এবং চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গুস্টার্ড অভিযোগটি সমর্থন করেন।