টি-২০ সিরিজে গতকাল ছিল বৃষ্টির হানায় পন্ড হওয়া প্রথম ম্যাচ। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ মাঠে গড়িয়েছে। ওপেনিং বোলিংয়ে তাসকিন-মুস্তাফিজ বোলিং আক্রমনের দায়িত্ব ভার নিয়েছে। অন্যদিকে ব্যাটিং বিভাগে একটি পরিবর্তন নিয়ে একাদশ সাঁজিয়েছে বাংলাদেশ।
আজ বৃষ্টির হানা ছাড়াই সময় মত ম্যাচ শুরু হলো। ডোমিনিকাতে গতকাল প্রায় দেড় ঘন্টা বিলম্বে ম্যাচ শুরু হয়। ওপেনার মুনিম শাহরিয়ারকে বাদ দিয়ে আজ একাদশ সাঁজিয়েছে বাংলাদেশ। একাদশে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত।