ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ইদানীং তাদের নাটকে জুটি হিসেবে বেশি দেখা যায়। সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘মোবারক’ নাটকে। আসাজ যূবায়ের কাহিনি ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম।

বাংলাভিশনে প্রচারের পর বুধবার (২৯ জুন) তিনটায় নিলয়-হিমি জুটির ‘মোবারক’ নাটকটি দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের বাংলা নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

নাটকটি প্রসঙ্গে হিমি বলেন, একটা জুটি যখন দর্শক পছন্দ করতে থাকেন, তখন আমরা সহশিল্পীরাই নিজে থেকে চেষ্টা করি একসঙ্গে কাজ করার। দর্শকের আগ্রহ দেখেছি, তারা আমাদের একসঙ্গে দেখতে চান। সে কারণে আমরাও চেষ্টা করেছি নিজেদের মতো করে শিডিউল মিলিয়ে কাজ করার। এই নাটকের গল্পটি দারুণ। আশা করি, নিলয় ভাইয়ের সঙ্গে নাটকটি দর্শকদের ভালো লাগবে।

‘মোবারক’ নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শেলী আহসান, সায়কা আহমেদ, সীমান্ত আহমেদ, সেলজুক তারিক, আশরাফ টলু, কাকন চৌধুরী, মি: আক্কেল সাদিকা মালিহা শখ প্রমুখ।

মারুফ সরকার
ঢাকা