মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা সহ শাহজালাল (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৬ জুন) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড়স্থ মঈন উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মুহুরী পাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের পুত্র।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসে করে ইয়াবার চালান যাচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড়ের মঈন উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা সহ শাহজালাল নামে একজনকে গ্রেফতার করা হয়। এবিষয়ে মাদকের মামলা দায়ের করে আসামিকে সোমবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আকতার হোসেন, মিরসরাই