বাংলাদেশ স্পোর্টস বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের আয়াজনে কার্নিভাল ২০২২’ শুরু হতে যাচ্ছে। ৭ দিন ব্যাপী ৭ ইভেন্টে সাংবাদিকদের এই আয়োজনে টেবিল টেনিস, ক্যারম, কলব্রীজ, দাবা ছাড়াও অ্যারচারী, সাঁতার আর শুটিং ইভেন্ট অনষ্ঠিত হবে বলে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানায় বিএসজেএ।

কার্নিভালের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আজ ২৮ জুন, মঙ্গলবার বঙ্গবন্ধু রন্স রুম (তৃতীয় তলা) অনুষ্ঠিত হয়। ওয়ালটন-বিএসজে কার্নিভাল-২০২২ এর সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, সপ্তাহ ব্যাপী গেমসের আরচ্যারি ও শ্যুাটিং অনুষ্ঠিত হ সুইমিংপুলে। ক্যারম, দাবা ও কলব্রীজ রহমান সুইমিংপুলের বিপরীত দিকে।
ওয়ালটনের সহযোগিতায় বিএসজেএ’রপক্ষ থেকে এই কার্নিভাল শুরুর আগে সংবাদ সম্মেলনে ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার ও বিএসজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭টি ইভেন্টের এই কার্নিভালে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে ট্রফি ও আর্থিক পুরস্কার থাকছে বলে জানানো হয়।