ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিস্থিতি বেশিরভাগ ফাস্ট বোলারদের পক্ষেই ছিল। গত বছর এখানে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে কোনো দলই প্রথম ইনিংসে ৩০০ ছুঁতে পারেনি। কাল শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের দ্বিতীয় টেষ্টের তৃতীয় দিন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে।

সে সব হিসেব-নিকেষ মাথায় রেখেই বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট একাদশ সাঁজানোর কথা ভাবছে। তবে বাংলাদেশ দলের রিজার্ভ নেই বলেই চলে। এ কারণে অদল-বদল হলেও তাতে মমিনুলের বাদ পড়ার সম্ভা্বনা কমই বলা যায়।

দলীয় সুত্র থেকে জানা গেছে, বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর জায়গায় আনামুল হককে দলে আনতে পারে। আট বছর আগে সেন্ট লুসিয়ায় আনামুল হকের শেষ টেস্ট। বিজয় এখন টেস্টে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন। যদিও রিজার্ভের ব্যাটিং ঘাটতির কারণে মুমিনুল হক আরেকটি সুযোগ পেতে পারেন। মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হতে পারেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ (সম্ভাব্য):

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, আনামুল হক, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।