মিরসরাইয়ের করেরহাট থেকে ৪ হাজার ৭০০শত পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৭হাজার ১শত ৫ টাকা সহ ৩ জনকে গ্রেফতার করেছে মিরসরাই সার্কেলের এএসপি লাবিব আব্দুল্লাহ’র নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম।
বৃহস্পতিবার (২৩ জুন) রাত দেড়টার দিকে করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছত্তরুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার জহিরুল হক কোম্পানি বাড়ির জহিরুল হকের পুত্র এমদাদুল হক হৃদয় (২২), একই এলাকার কোরবান আলী ভূইয়া বাড়ীর মৃত কোরবান আলীর পুত্র মোঃ নুর হোসেন(২৬) ও মানিক মিস্ত্রী বাড়ীর খায়েজ আহম্মেদের পুত্র মোঃ হানিফ(২৬)।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সার্কেল’র নেতৃত্বে এএসআই এনামুল হক’কে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় অভিযান চালিয়ে আবছার কোম্পানির ব্রিজ ফিল্ডের সামনে থেকে মাদক সম্রাট হৃদয় ও তার ২ সহযোগীকে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকা সহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে জোরারগঞ্জ থানায় মাদকের মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা দিকে আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়।

আকতার হোসেন, মিরসরাই