বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিরাজদ্দিন মো. আলমগীরের খেলাধুলায় গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন। এ দেশের ক্রিকেটে এবং চট্টগ্রামের খেলাধুলায় এক সময় বিশেষ ভূমিকা রাখা সিরাজদ্দিন মো. আলমগীরের খেলাধুলায় ডক্টরেট ডিগ্রি অর্জনের পর ফেসবুকে অভিনন্দনে ভাসছেন। পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভালবাসা আর অভিনন্দনে ভাসতে থাকা মো. আলমগীর ফেসবুকে নিজের আবেগপূর্ণ পোষ্ট দিয়েছেন।
সিরাজদ্দিন মো. আলমগীর খেলাধুলায় ডক্টরেট ডিগ্রি অর্জন প্রসঙ্গে ফেসবুকে ইংরেজীতে দেয়া সে পোষ্টের উল্লেখযোগ্য অংশ দৈনিক বার্তার পাঠকদরে জন্য বাংলায় তুলে ধরা হল।
’খেলাধুলায় ডক্টরেট ডিগ্রির জন্য যারা আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। গত ২৬ বছর ধরে ক্রীড়া অঙ্গনে আমার দীর্ঘ যাত্রা জুড়ে আমি আপনার সমস্ত সমর্থন দিয়ে অর্জন করেছি, আপনার ভালবাসা এবং সমর্থন ছাড়া এটি অর্জন করা অসম্ভব ছিল। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্য সচিব, প্রধান বিচার বিভাগের সদস্য, হিউম্যান পিস ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং চেন্নাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষভাবে শ্রদ্ধেয় সফল ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা ভাইয়ের আন্তরিক অভিনন্দন ফোন কল ও বার্তায় আমি সত্যিই অভিভূত।
আমি আমার জীবনের শেষ অবধি আমার সামর্থ্যের সাথে খেলাধুলায় (চেয়ার সহ এবং চেয়ার ছাড়া) আরও অবদান রাখতে বদ্ধপরিকর। দয়া করে আমাকে এবং আমার পরিবারকে আপনার সমস্ত প্রার্থনায় রাখুন..
খেলাধুলায় এই অনারারি ডক্টরেট ডিগ্রি (নিয়মিত ডক্টরেট বা পিএইচডি ডিগ্রি নয়) আমি আমার প্রয়াত বাবাকে উৎসর্গ করতে চাই যিনি তার জীবনে এটি স্বপ্ন দেখেছিলেন.. আপনারা সবাই নিরাপদে থাকুন এবং আশীর্বাদ করুন।’