গাজীপুরের শ্রীপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার কাওরাইদের সুতিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতের নাম আবু নাঈম (১৫)। সে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে বাড়ির পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলার ঝালপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

এলাকাবাসি জানায়, শনিবার দুপুরে নাঈম তার তিন বন্ধুর সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী সুতিয়া নদীতে গোসল করতে যায়। পানিতে নেমে গোসল করার এক পর্যায়ে দুই বন্ধু পাড়ে উঠে আসতে পারলেও নাঈম গভীর পানিতে তলিয়ে যায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি চালিয়ে প্রায় দুই ঘন্টা পর নাঈমের লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর থানায় জানানো হয় নি।