মিরসরাইয়ে মাদক সহ ইউপি সদস্য ও তার ৭ সহযোগীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক আটটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার গ্রীণ পার্কের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯নং শুভপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম জয়পুর গ্রামের সালেহ আহমদের পুত্র ও স্থানীয় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৩৮), একই এলাকার এরশাদ উল্লাহর পুত্র নুরুল আমিন (৩৭), নুরুন নবীর পুত্র মোঃ বাদশা (৩৩), আজিম উদ্দিনের পুত্র আরাফাত হোসেন রাকিব (২৭), মৃত সিদ্দিক আহমদের পুত্র রাজু আহমদ (৩৬), এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব জয়পুর গ্রামের মৃত সাইফুর রহমানের পুত্র নিজাম উদ্দিন (৩১), মৃত আব্দুর রব মেম্বারের পুত্র আলমগীর হোসেন (৩০), মফিজুর রহমানের পুত্র নিজাম উদ্দিন (২২)।
গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ বোতল ভারতীয় হুইস্কি, ২ বোতল বটকা ও ২ বোতল ফেনসিডিল।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার গ্রীণ পার্কের সামনে এসআই সাইফুল ইসলাম, এএসআই তরুণ মজুমদার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ইউপি সদস্য ও তার ৭ সহযোগীকে গ্রেফতার করা হয় এবং মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৩০৪৩) জব্দ করা হয়। এবিষয়ে মাদকের মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিদেরকে শনিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি