সাময়িক স্বস্তি শক্তি কাপুর পরিবারে। মাদক মামলায় জামিন পেলেন ছেলে সিদ্ধান্ত কাপুর। শক্তি কাপুরের ছেলে তথা শ্রদ্ধা কাপুরের ভাইয়ের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাতে বেঙ্গালুরুর এমজি রোডের একটি বিলাসবহুল হোটেলে হানা দেয় পুলিস। সেখানে তখন পার্টি চলছিল। সেই পার্টির জন্য মুম্বই থেকে বেঙ্গালুরু রওনা গিয়েছিলেন সিদ্ধান্ত।

ভারতীয় মিডিয়াতে প্রকাশ, সেখানে ডিজে হওয়ার ডাক পেয়েছিলেন তিনি। হোটেলে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে পুলিস। সাতটি এমডিএমএ ট্যাবলেট এবং কয়েক প্যাকেট গাঁজা পাওয়া যায়। নমুনা পরীক্ষার জন্য উদ্ধার হওয়া মাদক পাঠানো হয় ল্যাবে। এরপর হোটেলের ৩৫ জন অতিথির মেডিক্যাল পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে মোট ছয় জনের শরীরে মাদক সেবনের প্রমাণ মেলে। তাঁদের মধ্যে ছিলেন সিদ্ধান্তও। শরীরে মাদকের অস্তিত্বের প্রমাণ পাওয়ার পরই তাঁকে এবং বাকি পাঁচজনকে আটক করা হয়।

পুলিস জানিয়েছিল,  আটক হওয়া কেউই কর্ণাটকের বাসিন্দা নন। সকলকেই জিজ্ঞাসাবাদ করে পুলিস। তবে অভিযুক্তরা মাদক নিয়েই পার্টিতে আসেন না কী পার্টিতে এসে মাদক নেন। সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এরপর সেই মামলায় জামিন পেলেন শক্তি কাপুর পুত্র সিদ্ধান্ত কাপুর। তবে জামিন পেলেও এখনও পর্যন্ত নিশ্চিন্ত হওয়ার উপায় নেই কারও। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই এনডি

সূত্র : বর্তমান, কলকাতাপিএস ধারায় মামলা রুজু হয়েছে। ফলে ডাক পড়লে হাজিরা দিতে হবে প্রত্যেককেই। গতকাল এই বিষয়ে নিয়ে সিদ্ধান্তের বাবা শক্তি কাপুর সাংবাদমাধ্যমকে জানান, ঘুম থেকে উঠেই নাকি তিনি এই খবর পান। প্রচুর ফোন এসেছে তাঁর কাছে। ঠিক কী হয়েছে তা তাঁর কাছে স্পষ্ট নয়।

তবে গ্রেপ্তার নয়, সিদ্ধান্তকে আটকই করা হয়েছে সেকথা জনসমক্ষে স্পষ্ট করে দেন বর্ষীয়ান অভিনেতা। সিদ্ধান্তের বাবার ধারণা, ছেলে এমন কাজ করতেই পারে না। এমনকী তাঁক কাছে যে মাদক থাকতে পারে সেই কথাও বিশ্বাস করতে নারাজ শক্তি কাপুর। প্রসঙ্গত, ২০২০ সালে মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল শক্তি কাপুর কন্যা শ্রদ্ধারও। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর পর এনসিবি-র আতসকাঁচের নীচে এসেছিলেন এই বলি অভিনেত্রী। যদিও শ্রদ্ধা জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, তিনি কখনও মাদক সেবন করেননি।

সূত্র : বর্তমান, কলকাতা