ওয়েস্ট ই্ন্ডিজ সফরের শুরুটা কালই হচ্ছে। লম্বা সময় ক্যারিবিয়ান দ্বীপে অবস্থান করবে টাইগার বাহিনী। ২ টেস্ট, ৩ ওডিআই আর ২ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৩ মে থেকে চার ভাগে বিভক্ত হয়ে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজে পা দিয়েছে। অনুশীলনও শুরু করে দিয়েছে দলের সদস্যরা। এবার মাঠে নামার পালা।
তবে ব্যাটে-বলে মুল যু্দ্ধে নামার আগে প্রস্তুতির একটা প্রসঙ্গ থেকেই যায়। আর সেটা সেরে নিতে কাল কুলিজ ক্রিকেট মাঠে বাংলাদেশ তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অতিথি বাংলাদেশের টেস্ট দলের নতুন অধিনায়ক সকিব আল হাসান থাকছেন না।
মমিনুল হক অফ ফর্মে টানা ব্যর্থতার বৃত্ত থেকে রেব হতে না পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিরিজের আগে বাধ্য হয়েই অধিনায়ক পদ থেকে মমিনুলের অনুমতি নিয়েই সাকিবের হাতে দায়িত্ব ভার তুলে দেয়।
পুরো দল ওয়েস্ট ইন্ডিজে চলে গেলেও সাকিব পরিবারের কাছে আমেরিকায় আছেন। সিডিউল ছিল ১০ জুন সাকিব দলের সঙ্গে যুক্ত হবেন। এখন জানা গেছে ১২ জুন সাকিব দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। এর মানে সাকিব প্রস্তুতি ম্যাচ খেলছেন না।