বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত ২য় শ্রেণীর কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ওই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সকাল ৯টার দিকে বিএইচএম এর প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজ। একে একে মাঠে প্রবেশ করে প্যারেড কন্টিনজেন্ট, প্যারেড অ্যাডজুটেন্ট, কোম্পানি কমান্ডার, প্যারেড কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার ও পতাকাবাহী কন্টিনজেন্ট। একাডেমির কমান্ড্যান্ট ও বিশেষ অতিথির পর অশ্বারোহী দলের নিরাপত্তা বেষ্টনীতে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে আগমন করেন প্রধান অতিথি। লাল গালিচায় মোড়ানো সুসজ্জিত খোলা সবুজ জীপে বাহিনীর মহাপরিচালক এবং প্যারেড কমান্ডার উপ-পরিচালক মোঃ জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরে প্যারেড ৬ (ছয়) সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাগণ নিজ নিজ ধর্মগ্রন্থের দিকে হাত তুলে দৃঢ় মনেবলে বাংলাদেশের সংবিধানের প্রতি অটল থেকে দেশ ও দেশের মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন। নবনিযুক্ত ৪৭ কর্মকর্তার মধ্যে ড্রিল এর শ্রেষ্ঠত্বের পুরষ্কার অর্জন করেন তোফায়েল আহমেদ। এছাড়াও ফায়ারিং-এ সেরা হয়েছেন তানভীর আহমদ এবং সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থী হয়েছেন তানভীর আহম্মেদ। প্রধান অতিথি তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
প্রধান অতিথি সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই কর্মদক্ষতা ও সফলতার পরিচয় দিয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ ও জরুরী মুহুর্তে এ বাহিনীর কর্মতৎপরতা প্রশংসনীয়। বিভিন্ন নির্বাচনে দায়িত্বপালন ছাড়াও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব পালনকালে জননিরাপত্তা বিধানে অবদান রেখে চলেছে এ বাহিনী। এ ছাড়াও মানব সম্পদ তৈরীতে নীরব বিপ্লব সাধন করে চলেছে এ বাহিনী। কর্মমূখী ও কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের যুবসম্পদের কর্মসংস্থান তৈরিতে অগ্রণী ভ’মিকা পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ডেন্ট অতিরিক্ত মহাপরিচালক মোঃ সামছুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশন) এ কে এম জিয়াউল আলম এবং বাহিনীর উধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।