চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার রাতে। এই ঘটনায় এ পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ড এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এই ঘটনায় নিহতদের পরিবারের পাশে আছে ক্রিকেটাররা। এ কথা বলেছেন তামিম ইকবাল।
আহত হয়েছে অনেকে। সীতাকুণ্ডের এ ঘটনার পর শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
আজ রোববার এ বিষয়ে তামিম বলেছেন, ‘যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমাদের সবার দোয়া আছে। বাংলাদেশে মনে হয় এরকম ঘটনা আগেও ঘটেছে। যখনই এরকম কোনো ঘটনা ঘটে আমরা দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে আসি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও একইরকম ঘটনা। আমরা যে যেখানে আছি— ঢাকা বলেন, সিলেট বলেন, খুলনা বলেন- আমরা আমাদের দিক থেকে ছোট-বড় যতোটুকু পারি, যেভাবে পারি, সহযোগিতা নিয়ে এগিয়ে আসি। এটা গুরুত্বপূর্ণ। আশা করি তারা সবার কাছ থেকে সবরকমের সহযোগিতা পাবে। আর আমাদের দোয়া তাদের সাথে আছে। আমরাও তাদের পাশে আছি।’