মিরসরাইয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে অনিবন্ধিত একটি চক্ষু হাসপাতাল, তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফিজিওথেরাপি সেন্টারসহ ৫ প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (৪ মে) দুপুরে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন অভিযান পরিচালনা করে নিবন্ধন বিহীন ৫ টি প্রতিষ্ঠান বন্ধ করে দেন।
বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হলো- বড়তাকিয়া চক্ষু হাসপাতাল, নিউ মোহাম্মদিয়া ল্যাব, আবুতোরাব ডায়াগনস্টিক সেন্টার, রিয়েল ডায়াগনস্টিক সেন্টার ও মিরসরাই ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে অভিযানে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস ও হাসপাতালের পরিসংখ্যানবিদ আরিফুল ইসলাম।
মিরসরাই প্রতিনিধি