বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নীলফামারী জেলা আওয়ামী লীগ এবং ডিমলা উপজেলা আওয়ামীলীগ।শনিবার(৪ জুন)সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান,সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।এ ছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু,জেলা যুবলীগের সভাপতি এ্যাড রমেন্দ্রনাথ বর্ধন বাপ্পী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ,জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ,সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ,জেলা কৃষকলীগের আহবায়ক ইয়াহিয়া আবিদ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল,সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী,জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল প্রমূখ।অপরদিকে একই প্রতিবাদে ও একইদিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ডিমলা উপজেলা আওয়ামীলীগ।সকালে সংগঠনটির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে সদরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে বিজয় চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।সমাবেশে ডিমলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম কামাল সরকার ডিআইয়ের সভাপতিত্বে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সাংগঠনিক সম্পাদক মহিত কুমার রায়,সহ-সভাপতি সাইদুল ইসলাম বারী,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়,উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফেরদৌস পারভেজ,ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম প্রমুখ।
সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।