ন্যাটোতে যোগদানের জন্য সুইডেন এবং ফিনল্যান্ডের অনুরোধের বিষয়ে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান শুক্রবার ফোনালাপ করেছেন।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন যে সুইডেন এবং ফিনল্যান্ডের সদস্যপদ অনুরোধের বিষয়ে তুরস্কের নিরাপত্তা প্রসঙ্গে উদ্বেগগুলি তুল ধরেছেন বলে সিএনএন জানিয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট এক বিবৃতিতে আরও জোর দিয়ে বলেছেন, উভয় দেশেরই এটা স্পষ্ট করা উচিত যে তারা “সন্ত্রাসবাদ” সমর্থন করা বন্ধ করেছে। তারা তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং তারা জোটের সংহতি প্রদর্শন করতে প্রস্তুত।
তুরস্ক ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার তিন বছর পরে জোটে যোগ দিয়েছিল। ন্যাটো জোটে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে তুর্কিদের। তুর্কিরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সদস্যপদ সমর্থন করবে বলে ঘোষণা দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট।
এরদোগান দুই দেশকে (সুইডেন এবং ফিনল্যান্ড) পিকেকে নামে পরিচিত বিচ্ছিন্নতাবাদী জঙ্গি কুর্দিস্তানের ওয়ার্কার্স পার্টির সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন।
পিকেকে তুরস্কে একটি স্বাধীন রাষ্ট্র চায়, কয়েক দশক ধরে সেই পিকেকে সশস্ত্র সংগ্রাম করছে। পিকেকে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত।
সূত্র : সিএনএন