বাংলাদেশ কিক্ বক্সিয়ের ফেডারেশনের কার্যক্রম নিয়ে বহুদিন ধরেই আলোচনা-সমালোচনা হয়ে আসছে। বেশির ভাগ আলোচনাতেই ছিল এই ফেডারেশনে নিয়মিত খেলা অনুষ্ঠিত হয় না। কিন্তু ফেডারেশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বার বার বলে আসছিলেন, ফান্ড আর স্পন্সরের অভাবে অনেক কষ্টেই বছরের খেলা গুলো আয়োজিত হয়েছে।

মাঝে ২০২০ সালে করোনা মহামারির কারণে সবই তো বন্ধ ছিল। আবার সরব হয়ে উঠেছে এদেশের ক্রীড়াঙ্গন বাদ নেই কিক্ বক্সিয়ের ফেডারেশনের কর্তারা। বসে নেই কেউ, দেশজুড়ে কিক্ বক্সিয়ের নাম ছড়িয়ে দিয়ে খেলাটিকে জনপ্রিয় করতে কার্যক্রম শুরু করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মুুস্তাফিজুর রহমান।

ফেডারেশনের চেষ্টা আর জেলার গুলোর ইচ্ছা থাকায় জেলা ভিত্তিক কিক্ বক্সিয়ের অনুশীলন ক্যাম্প আর বেল্ট পরীক্ষার কার্যক্রম শুরু হলো শুক্রবার।

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিক্ বক্সিয়ের ক্যাম্প ও বেল্ট পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কোষাধক্ষ আরিফুর রহমান, প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন শিহান এম আর মোস্তাফিজ।

ফেডারেশনের সূত্র থেকে জানা গেছে, দেশজুড়ে কিক্ বক্সিয়ের প্রশিক্ষণ ও বেল্ট পরীক্ষা কার্যক্রম ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হবে।