শেরপুর জেলার ঝিনাইগাতীতে আজ রোববার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুলাল (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন। হতাহতরা শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের চককুমড়ী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে হতাহত তিনজন নিজ বাড়ি থেকে ঝিনাইগাতীতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইগাতির মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুলাল মিয়া। আহত হয় অপর দুই আরোহী। এসময় আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেন স্থানীয়রা। এরমধ্যে আহত রমজান আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম ভুইয়া জানান, ‘মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ট্রাকচালক পালিয়ে গিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি