রাশিয়া ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল পুরোপুরি দখল করার পর শহরটির সমুদ্র বন্দরে প্রথমবারের মতো প্রবেশ করেছে জাহাজ। জাহাজটি এসেছেও রাশিয়া থেকে।

রাশিয়ার গণমাধ্যম তাস নিউজ জানিয়েছে, রুশ এ জাহাজটি মারিওপোল থেকে লোহা বোঝাই করবে। এরপর তা পূর্ব রাশিয়ায় যাবে।

মারিওপোলের বন্দরের একজন মুখপাত্র তাস নিউজকে বলেন, জাহাজটি ২ হাজার ৭০০ টন লোহা বোঝাই করবে এরপর ১৬০ কিলোমিটার দূরে রাশিয়ার রোস্তোভ-ওন-ডোনে যাবে।

তবে ওই মুখপাত্র জানাননি জাহাজটি যে লোহা নিয়ে যাবে সেগুলো কি উৎপাদন করা হয়েছে কিনা।

ইউক্রেনের মানবাধিকার কর্মী ওম্বুদসম্যান লায়েদুমালা দেনিসোভা বলেছেন, রাশিয়ার লোহা নিয়ে যাওয়ার বিষয়টি ‘লুট’ করার সামিল।

তিনি বলেন, ইউক্রেনের শস্য চুরি করার পর, দখলদাররা মারিওপোলের লোহার জিনিস নিয়ে যাচ্ছে।