স্পিনারদের জন্য চারদিনের বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটি। জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর এবং আউটডোর প্রশিক্ষণ কেন্দ্রে ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত এই ক্যাম্পটি পরিচালনা করবেন বিসিবি আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিসিবির এই বিশেষ স্পিন ক্যাম্পের জন্য ৩২ জন স্পিনার ডাক পেয়েছেন। যাদের প্রথম শ্রেণি বা ঢাকা ক্লাব ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে তাদেরই বিসিবির এই স্পিন বোলিং ক্যাম্পে ডাকে হয়েছে বলে বিসিবি জানিয়েছে।

৩২ জন স্পিনার হলেন : রকিবুল হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল হোসেন অপু, রায়হান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, রনি চৌধুরী, সানজামুল হোসেন। ইসলাম, ইফতাখার সাজ্জাদ রনি, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মেহরাব ওহিন, শাদাত হোসেন সবুজ, নাইম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন, আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাসিম, জোয়ান, আকবর, আকবর। রতন, মহিউল ইসলাম পাটোয়ারী, তুষার মিয়া, অনিক, তাজ মোঃ এহতাসুম মাহমুদ, শাদীন ইসলাম, রুবেল।