দলগত ব্যর্থতার পর এবার ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে। কিন্তু এই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম বাংলাদেশ
শ্রীলঙ্কার স্পিন গ্রেট রঙ্গনা হেরাথকে পাচ্ছে না। তাহলে এই লঙ্কান স্পিন কোচের পরিবর্তে দেশি কোনো কোচকেও নিচ্ছে না টিম ম্যানেজম্যান্ট। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন স্পিন কোচের ভূমিকাটা পালন করার সিদ্ধান্ত নিয়েছে। অথছ বিসিবি একজন দেশী কোচ সাময়িক ভাবে নিয়োগ দিতেই পারে।

কিন্তু সে পথে হাটতে রাজী নয় বিসিবি কর্তারা। অল্প সময়ে কোচ পাওয়াটা কঠিন। তাহলে কি দেশে স্পিন অভিজ্ঞ একজন কোচ নেই? অবশ্যই আছে, বিসিবি কল্যাণে পুরো ক্রিকেটাঙ্গন আজ সাবেক স্পিন তারকা মোহম্মদ রফিকের নামটাই ভূলে গেছে।

অথচ এই রফিকের হত ধরেই বাংলাদেশের স্পিন আজ এতোটা পথ পাড়ি দিয়েছে। সেই মোহাম্মদ রফিক আজু অবহেলিত রয়ে গেলেন বিসিবির কাছে। এর জবাব আজও অজানাই থেকে গেছে। বিসিবিতে যোগাযোগ করেও এর জবাব পাওয়া যায়নি।

বিসিবি যে নতুন স্পিন কোচ নিচ্ছে না খালেদ মাহমুদ নিজেই এ বিষয়টি নিশ্চিত করেন। আজ শনিবার দুপুরে তিনি মিডিয়কে বলেন, ‘হেরাথের পরিবর্তে কেউ যাচ্ছে না। আমাকে আর ডমিঙ্গোকেই স্পিনারদের দেখতে হবে।’

স্পিন কোচের অবর্তমানে দেশি স্পিন কোচ সোহেল ইসলামকে বারবার দেখা গেছে ক্রিকেটারদের অনুশীলনে। তাইজুল ইসলাম-নাঈম হাসানদের নিয়ে আলাদাভাবে কাজও করেন তিনি। সোহেলের বিষয়ে খালেদ মাহমুদকে জিজ্ঞেষ করলে তিনি জানান, ‘এবার আমাদের সাথে সোহেল যাচ্ছে না।’

হেরাথ যে এ সফরে থাকছেন না তা আগে থেকেই চূড়ান্ত ছিল। হোম সিরিজে শ্রীলঙ্কা বিপক্ষে মাঠে নামার আগেই বিষয়টি নিশ্চিত ছিল। আসন্ন সফরে বাংলাদেশ তিন সংস্করণেই খেলবে। ৬ জুনের মধ্যে তিনভাগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ যাবে।

উল্লেখ, আসন্ন এই সিরিজে প্রাথমিক সূচি অনুযায়ী প্রথম টেস্ট ১৬ জুন থেকে এন্টিগায়। দ্বিতীয় টেস্ট ২৪ জুন থেকে শুরু সেন্ট লুসিয়ায়। ২ ও ৩ জুলাই প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গায়ানায় সিরিজের শেষ ম্যাচ। তিন ওয়ানডের সবগুলো হবে গায়ানায় ১০, ১৩ ও ১৬ জুলাই।