১৫তম আইপিএল আসরের ফাইনাল ম্যাচ কাল ভারতের আহমেদেবাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের আসরে পয়েন্ট টেবিলে ১ম দল হিসাবে গুজরাট আর ২য় দল হিসাবে রাজস্থান রয়েল ১ম কোয়ার্টার ফাইনালে অংশনেয়। তাতে গুজরাট জিতে সরাসরি ফাইনালের টিকিট কাটে।

নিয়ম অয়ায়ী আরো একটি সুযোগ হাতে ছিল রাজস্থানের হাতে। এলিমেন্টের ম্যাচে ৩য় ও ৪র্থ দলের ম্যাচে জয়ী দলের বিপক্ষে রাজস্থান ফাইনালে যেতে শেষ সুযোগ পায়। একই কথা ছিল এলিমেন্টর দলের জন্য, কারণ যে দল এলিমেন্টেন ম্যাচে জয় পাবে তারা রাজস্থানের বিপক্ষে ২য় কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। মানে ফাইনালে যাবার শেষ সুযোগ।

পয়েন্ট টেবিলে ৪র্থ হিসাবে জায়গা পাওয়া কোহেলীর ব্যাঙ্গালোর এলিমেন্টের ম্যাচে লখনকে হারালেও ২য় কোয়ার্টার ফাইনালে ৭ উইকেটে রাজস্থানের বিপক্ষে হেরে বসে। ফাইনালে যাবার শেষ সুযোগ হাতছাড়া করে কোহেলীর দল।

কাল সেই অনেক প্রত্যাশার আইপিএল ফাইনাল। এবারের আসর নিয়ে ২য় বার আইপিএল ফাইনালে খেলতে মাঠে নামবে রাজস্থান রয়েল। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চেন্নাই সুপারকে ৩ উইকেটে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তোলে চেন্নাই।

এরপর ১৩টি আসরে আর ফাইনালের মুখ দেখা হয়নি রাজস্থানের। আর এবারই প্রথম বার আইপিএলের ফাইনালে খেলবে গুজরাট। পয়েন্ট টেবিলে ১০ ম্যাচে জয় নিয়ে ২০ পয়েন্টে সেরা দল গুজরাট। অন্যদিকে রাজস্থান পয়েন্ট টেবিলে অল্পের জন্য সেরা হতে পারেনি।

কোয়ার্টার-১ ফাইনালে হেরে গিয়ে এলিমেন্টের ম্যাচের দিকে তাকিয়ে ছিল রাজস্থান। সে ম্যাচে রাজস্থান রয়েল আগে ব্যাট করে স্কোরে জমা করে ১৮৮/৬ আর জবাবে গুজরাট টাইটান ৩ বল অক্ষত রেখেই ১৯.৩ ওভারে জমা করে ১৯১/৩। ফলাফল গুজরাট ৭ উইকেটে জয়।

রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে আসা গুজরাট আবারো সেই রাজস্থানকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফাইনালে। অবশ্যই মানসিক দিক দিয়ে গুজরাট এগিয়ে রয়েছে। অন্যদিকে কোহেলীর ব্যাঙ্গালোরকে হারিয়ে ফাইনালে টিকে থাকা রাজস্থান নতুন কিছু করতে চাইবে কাল।

এখন দেখার বিষয় প্রথম বার গুজরাট টাইটান আইপিএল শিরোপা হাতে তুলে নেয় না-কি ২য় বার রাজস্থান রয়েল?

আগের ১৪টি আইপিএল আসরের চ্যাম্পিয়ন দল

চেন্নাই সুপার কিংস ৪ বার চ্যাম্পিয়ন
মুম্বাই ইন্ডিয়ান ৫ বার চ্যাম্পিয়ন
রাজস্থান রয়েল ১ চ্যাম্পিয়ন
হায়দ্রারাবার ১ বার চ্যাম্পিয়ন
কলকাতা ২ বার চ্যাম্পিয়ন
ডিকেন চ্যালেঞ্জার ১ বার চ্যাম্পিয়ন