ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে ৯ কেজি গাঁজাসহ মোঃ মনির (২১) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন হতে শুক্রবার (২৭ মে) গভীর রাতে ৯ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এ মাদক ব্যবসায়ী কে আটক করে ইলিশা তদন্ত কেন্দ্র পুলিশের একটি টিম ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মে) রাত ৩.২০ মিনিটের সময় ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ সিদ্দিকুর রহমান সঙ্গীয় এএসআই গুলজার, এএসআই মাইনুল হাসান এবং তদন্ত কেন্দ্রের ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কালুপুর গ্রামের ফেরীঘাট ১ নং পল্টনের উপর হতে মোঃ মনির (২১) কে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির দৌলতখান থানার জয়নগর এলাকার জাহাঙ্গীর আলম মিন্টু ও শাহিদা বেগম দম্পতির ছেলে।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি