বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা অনুর্ধ-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্মামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ের এই টুর্নামেন্ট উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক নজরুল ইসলাম, বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলামসহ খেলোয়ার ও আয়োজকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বালক ও বালিকা উভয় গ্রুপে চিতলমারী উপজেলা ও শরণখোলা উপজেলা দল অংশগ্রহন করে। জেলা পর্যায়ের খেলায় ৯টি উপজেলা দল ও বাগেরহাট পৌরসভা দল অংশগ্রহন করেছে। সকল উপজেলা ও পৌরসভা দলের প্রতিযোগিতা শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাগেরহাট প্রতিনিধি