মিরপুর থেকে জহির ভূইয়া

টেষ্ট ক্যারিয়ারে লম্বা একটা সময় পাড়ি দেয়া হয়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ২০০৭ সাল থেকে ২০২২ অবদি ১৫ বছর অতিবাহিত হয়ে গেছে টেষ্ট ক্যারিয়রে। যদিও ইদানিং কালে সাকিব টেষ্ট ম্যাচের প্রতি তেমন আগ্রহ দেখাছেন না।

কখনও অসস্থু, আবার কখনও পরিবারের সমস্যা থাকছে। এর মধ্যে চলতি টেষ্ট সিরিজের আগে করোনা আক্রান্ত সাকিব খেলতে পারবেন কিনা সেটাই ছিল বড় প্রশ্ন।

কিন্তু সিরিজ শুরু আগের দিন সাকিব করোনা নেগেটিভ হয়ে মাঠে ফিরলেন এবং ফিটনেস পরীক্ষা দিয়েই একাদশ এসেছেন।

সেই সাকিব ৬১তম টেষ্ট খেলতে নামলেন মিরপুরের উইকেটে। লঙ্কানার যখন অপ্রতিরোধ্য ম্যারাথন দৌড় দিচ্ছে তখন সাকিব একটি প্রান্ত রানের চাকা অচল করে রেখেছেন।

তারপরও লঙ্কানা যে ৫০৫ রানে অলআউট হয়ে তাতে সাকিবের ভূমিকাই বেশি। লঙ্কার টপ অর্ডারের ২ জন, মিডল অর্ডারে ২ জন আর শেষ দিকে ১ উইকেট পকেটে জমা করে বাংলাদেশকে আলোর পথে টেনে নেন সাকিব। তা না হলে লঙ্কা আরো কিছু রান স্কোর বোর্ডে জমা করত।

৬১তম টেষ্ট ম্যাচে এটা সাকিবের ২২৪তম উইকেট শিকার। এর আগে টেষ্টে সাকিব ৫ উইকেট শিকার করেছেন ১৮ বার। এবার নিয়ে ১৯ বার ৫ উইকেট শিকারের গৌরব অর্জন করলেন সাকিব। আর ৪ উইকেট শিকার করেছেন ৯ বার। বল হাতে সাকিবের এই সফলতা আসন্ন ওয়েষ্ট ইন্ডিজ সফরে যথেষ্ট কাজে আসবে।