মিরপুর থেকে জহির ভূইয়া

কি হতে পারে কাল ৫ম দিনে? মিরপুরে টেষ্টে ২য় ইনিংসে ১৪০ রান পেছনে থেকে ৩৪/৪ স্কোর, বাংলাদেশ এই টেষ্ট বাঁচাতে পারবে? অনেক প্রশ্ন এখন, কারণ ১ম ইনিংসে ২৪/৫ আর এই ইনিংসে ২৩/৪ থেকে ৩৪/৪! কাল ১০৭ রানের পথ পাড়ি দেয়া কি সম্ভব?
ক্রিজে আছেন আবারো সেই মুশফিক-লিটন জুটি। অনেক প্রশ্নের মুুখে পড়তে হবে আজ ক্রিকেটারদের। এটা জানা ছিল টাইগার বাহিনীর। কিন্তু আনুষ্ঠানিকতা বলে কথা। সেটা মানতেই সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন ৫ উইকেট শিকার করা সাকিব আল হাসান।

বলেন, পরিস্থিতিটা আসলেই কঠিন। অনেক কিছুই হতে পারে। এই স্কোর তো হতাশার।’ টেষ্টে রান আউট মেনে নেয়াটা কঠিন? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‌আসলেই তাই, টেষ্টে রান আউট মেনে নেয়া যায় না। তারপরও এটা ক্রিকেটোর অংশ।’

ব্যাটিংয়ে ওরা পেরেছে, কিন্তু আমাদের টপ অর্ডার দুই বারই ব্যর্থ, কেন? বলেন, ‌‌‌আমরা সেভাবে পারিনি, এছাড়া আমাদের দলে নাইমের বদলে একজন ভাল মানের বোলারের অভাব ছিল। তাহলে হয়তো ওদের আরো একটু চাপে রাখা যেত। এখানে আমরা পেছনে ছিলাম।’

টেষ্টে কি আমরা আন-ফিট? জবাবে সাকিব বলেন, ‌আসলে ফিটনেসটা এক এক জায়গায় এক এক রকম। ম্যাচে অনেকেই ফিট আবার অনেকে অনুশীলনে বেশি ফিট। এটা আসলে সেভাবে বিচার করা যাবে না। সবাই যে সফল তা না, আবার সবাই ব্যর্থ তাও না। আসলে রানে না থাকলে কেউ ফিট থাকে না।’
আসলে আমাদের সমস্যাটা কোথায়? সাকিব হেসে দিয়ে বলেন, আমাদের মুল সমস্যাটা কিন্তু ফিটনেসে না। আমার ফিট আছি। আমাদের মুল সমস্যা মানসিকতায়। আমরা প্রতিপক্ষের চেয়ে মাননিক ভাবে পেছনে থাকি। আমাদের ভেতরের ভয়টাই আমাদের পেছনে ফেলে দেয়। আমাদের মানসিক সমস্যা কাটাতে হবে।’
কাল কি হতে পারে? সাকিব, আমাদের লাঞ্চ পর্যন্ত টিকে থাকা খুবই জরুরী। ‌লাঞ্চ এর পর উইকেট অনেক বদলে যাবে। এছাড়া লাঞ্চের পর অবদি আমরা টিকে থাকলে ড্র-এর একটা সুযোগ তো তৈরি হতে পারে।’