৭৩ ম্যাচের আইপিএল ২০২২ শেষ হয়ে এল। ২৯ মে ফাইনাল মাঠে গড়াবে ভারতের আহমেদাবাদে। এবারের আসরে পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচে ১০ জয় তুলে ২ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসাবে গুজটার ১ম কোয়ার্টার ফাইনালে ৩ উইকেটে হারায় রাজস্থান রয়েলসকে। সরাসরি ফাইনাল খেলতে আহমেদাবাগে গিয়ে বসে আছে।
তাহলে ২৯ মে ফাইনালে গুজরাটের প্রতিপক্ষ কে? এ্যালিমেনেটর ম্যাচে লখনকে ১৪ রানে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে কোহেলীর ব্যাঙ্গালোর।
এ প্রশ্নের জবাব পেতে কাল অবদি অপেক্ষা করতে হবে। কারণ কাল কোয়ার্টার ফাইনাল ২ অনুষ্ঠিত হবে আহমেদাবাদেই। আজ ছিল কলকাতার ইডেনে এ্যালিমেনেটর দুই দলের লড়াই। পয়েন্ট টেবিল ৩য় দল আর ৪র্থ দলের লড়াই এটা। ৪র্থ দল কোহেলীর রয়েল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোর আর ৩য় দল লখন সুপারের মধ্য ফাইনালের সুযোগ টিকিয়ে রাখার লড়াই।
বুধবার মধ্য রাতে যে দল জিতবে সে দল কোয়ার্টার ফাইনাল-২ রাজস্থানের বিপক্ষে খেলার সুযোগ পাবে। কোয়ার্টার ফাইনাল-২ এ খেলা মানেই তো ফাইনালে পথে আরো একটি সুযোগ হাতে পাওয়া। যা মিস করতে চায়নি কোহেলীরা।
কঠিন এই লড়াইয়ে অবশ্য শেষ পর্যন্ত কোহেলীর ব্যাঙ্গলোরেরই জয় হয়েছে। ১৪ রানে লখনকে হারিয়ে কোহেলীর দল আহমেদাবাদের পথে বিমান ধরবে আজই।
ইডেনের ২২ গজি উইকেটে ফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে কোহেলীর ব্যাঙ্গালোর টস হেরে আগে ব্যাট হাতে তুলে নেয়। ওপেনিং করতে নেমে ২৫ রানের বেশি করতে পারলেন না কোহেলী। কিন্তু আইপিএলে অবহেলিত কোন দল না কেনা রজত পতিদার দেখিয়ে দিলেন সকলকে। ওয়ান ডাউনে খেলতে নেমে ১১২ রানে থাকলেন অপরাজিত।
২০ ওভারের কোটা শেষ করে কোহেলীরা ২০৮ রানে টার্গেট দেয় লখনকে। জবাব দিতে নেমে লখন ৩ উইকেটে খরচায় ১৫২ রান। ১৬ ওভার শেষ হয়ে গেছে, শেষ ৪ ওভারে ২৪ বলে জয় পেতে দরকার ছিল ৫৫ রান।
আর ১৯.৩ ওভারে ১৯২/৬, ইনিংসের শেষ ৩ বলে ১৬ রানের টার্গেট স্পর্শ করা হয়নি লখন-র। ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রানেই শেষ হয় লখন-র আইপিএলে এবারের মিশন।
কোহেলীর ব্যাঙ্গালোর হাসিটা আহমেদাবাদের জন্য তুলে রাখল। কাল রাজস্থানের বিপক্ষে জিতে গেলে কোহেলীদের হাসিটা আরো ফাইনাল অবদি টিকে থাকবে।