শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়া মন্ডলবাড়ি এলাকার বাসিন্দা মো. একাব্বর আলীর সাথে প্রতিবেশী মো. মকছেদ আলী গংদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২১ মে দুপুরে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে মকছেদ আলী গংরা একাব্বর আলীর বশত বাড়িতে হামলা করে। এসময় তাদের বাধা দিতে গেলে একাব্বর আলীর স্ত্রী মোছা. সাজেদা বেগম (৪৫) ও ছেলে মো. শাহ্ জামাল (২০) কে কুপিয়ে আহত করেছে। পরে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাতপাকিয়া মধ্যপাড়া মন্ডল বাড়ির মো. একাব্বর আলীর সাথে মৃত আইজ উদ্দিনের ছেলে মো. মকছেদ আলী (৪০), মৃত ফজল হকের ছেলে মো. বাবুল মিয়া (৪৮), মৃত শাহজাহান আলীর ছেলে মো. ছানোয়ার হোসেন ছানু (৩৫) গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মো. মকছেদ আলীর নেতৃত্বে শনিবার দুপুরে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ১০/১২ জন একাব্বর আলীর বশত বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। এসময় ওই সন্ত্রাসীদের বাধা দিতে গেলে একাব্বর আলীর স্ত্রী মোছা. সাজেদা বেগমকে মাথায় কুপিয়ে জখম করে। পরবর্তীতে তার ছেলে মো. শাহজামালকেও কুপিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় একাব্বর আলীর ছোট ভাই বাদী হয়ে ৯ জনকে চিহ্নিত করে এবং ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বন্দে আলী সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আল আমিন,শেরপুর জেলা প্রতিনিধি